এবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করল ভারত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:০১| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৫
অ- অ+

সীমান্তে ভারতের বেড়া নির্মাণের জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যে এবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। একই ইস্যুতে রবিবার ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে সেগুনবাগিচা তলবের পর বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করল দিল্লি।

এএনআইয়ের খবরে বলা হয়েছে, সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানাতে ভারতীয় হাইকমিশনারকে তলব করে।

পররাষ্ট্র স‌চিবের সঙ্গে আলোচনা শেষে প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে।

তিনি আরও বলেন, ‘অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছিল ভারত। বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতার মনোভাব আশা করে ভারত।’

অন্যদিকে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ তুলে ধরেন।

পররাষ্ট্রসচিব জোর দিয়ে বলেন, ‘ভারতের এ ধরনের কার্যকলাপ, বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অননুমোদিত চেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ, সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে।’

‘যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ন করে।’ আসন্ন বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে বলেও তিনি প্রত্যাশা করেন।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া 
নরসিংদীতে এক সাইজিং মিল শ্রমিকের মরদেহ উদ্ধার
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
উপদেষ্টা নাহিদ-আসিফ যে আয়নাঘরে ছিলেন, দেখুন আইয়ামে জাহেলিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা