পিএসএলে দল পেলেন নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯
অ- অ+

লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশের পেস বোলিং সেনসেশন নাহিদ রানা। টুর্নামেন্টের ড্রাফট থেকে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি তরুণ এই গতিতারকাকে দলে টেনেছে।

১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলের দশম আসরকে সামনে রেখে আজ (২৩ জানুয়ারি) শুরু হয়েছে ড্রাফট অনুষ্ঠান। প্লাটিনাম ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের কেউই দল পাননি। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয় এবং হাসান মাহমুদরাও পাননি দল।

তবে সিনিয়র ক্রিকেটাররা দল না পেলেও প্রথমবার নাম দিয়েই ডাক পেয়েছেন নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরি থেকে তাকে দলে টেনেছে জালমি। প্লাটিনাম, ডায়মন্ড এবং গোল্ড ক্যাটাগরি ছাড়া সিলভার ক্যাটাগরিতে আছে বাংলাদেশের ২১ জন ক্রিকেটার। তাদের ক্যাটাগরি থেকে এখনো ডাকা হয়নি।

প্রথম ডাকে দল না পাওয়া ক্রিকেটারদের এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা