চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ: এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:০২| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:২৮
অ- অ+

এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের এমডি, বাংলাদেশ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

রাজধানীর আশপাশে বিভিন্ন রুটে চলাচলকারী ১৫ হাজার বাস থেকে এনায়েত উল্লাহ দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বেনামে শত শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানের অংশ হিসেবে এনায়েত ও তার পরিবারের ব্যক্তিগত যানবাহনের তথ্য চেয়ে বিআরটিএ বরাবর নোটিশ দিয়েছে দুদক। গত ২৯ জানুয়ারি বিআরটিএ-তে নোটিশটি পাঠান দুদক উপ-পরিচালক নুরুল হুদা।

এ বিষয়ে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘আমার বিরুদ্ধে দুদকে যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। যারা এসব অভিযোগ করেছে, তারা ঢাকা সড়ক পরিবহন সমিতি থেকে বহিষ্কৃত ব্যক্তি। তবে যেকোনো দুর্নীতির অনুসন্ধান করা দুদকের দায়িত্ব। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’ সংগঠনে যেসব চাঁদাবাজ ছিল তাদেরকে এক বছর আগেই বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেন এনায়েত উল্লাহ। এরপর থেকে তারা বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে বলেও দাবি এই আওয়ামী লীগ নেতার।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
উপদেষ্টা নাহিদ-আসিফ যে আয়নাঘরে ছিলেন, দেখুন আইয়ামে জাহেলিয়া
বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা, এটা কি আমাদেরই জগৎ: আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা
সচিবালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধায় সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা