পূবাইলে প্রধান শিক্ষকের অপসারণ ও পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪
অ- অ+

গাজীপুর সিটির ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয়ের বিতাড়িত প্রধান শিক্ষক রুবী আক্তারকে অপসারণ ও পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

যদিও বিতর্কিত রুবী এই মূহুর্তে ৬ মাসের ছুটিতে আছেন।

মানববন্ধন থেকে অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, বিতর্কিত প্রধান শিক্ষক রুবীর স্বামী জামান পার্শ্ববর্তী বাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি। প্রধান শিক্ষক রুবীর বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের জোর দাবি করছি। পুনর্বহাল করা হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

জানা যায়, সোমবার সকাল ৯টা থেকেই আওয়ামী লীগ সিন্ডিকেটদের সাথে নিয়ে প্রধান শিক্ষকের চেয়ার দখলে ব্যাপক মহরা দেন প্রধান শিক্ষক রুবী। ওই সময় স্কুলশিক্ষক মজিবুর রহমানের সঙ্গে দুর্ব্যবহার করে তারা মাফ চান। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করলে সাংবাদিকেরা ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে তাদেরকেও বাধা দেয়া হয়। প্রতিবাদে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ ও পদত্যাগ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

এ বিষয়ে বিতাড়িত প্রধান শিক্ষক রুবী আক্তার বলেন, সোমবার বিএনপির নেতাকর্মীরা আমাকে বিদ্যালয়ে এনে আমার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জানতে চেয়েছেন। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেনি। তাদেরকে ছুটি দেয়ায় ক্লাস বর্জন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সোহেল রানা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি করে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকা টাইমস/১৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সামনে ‘সেন্টারিস্ট রাজনীতি’ বিপদের সম্মুখীন হতে পারে, আশঙ্কা রিজভীর
ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক এখনও দিতে পারেনি রাজশাহী
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, দাবি জেলেনস্কির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা