পদ্মা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জের লৌহজং সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৪ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জের লৌহজং সংলগ্ন পদ্মা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শ্রীনগরের ভাগ্যকুল হতে শিবচরগামী একটি যাত্রীবাহী স্টিল বডি তল্লাশি করে আনুমানিক ১৪ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১৮ লাখ টাকা। তবে জব্দকৃত কারেন্ট জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
(ঢাকা টাইমস/১৪জানুয়ারি/এলএম/এসএ)

মন্তব্য করুন