প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে জামায়াত

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে সর্বদলীয় বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। দলটির ৩ সদস্যদের প্রতিনিধির নেতৃত্ব দেবেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার দুপুরে দলটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে।
এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠকের কথা জানান। তিনি বলেন, এই বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে, কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারির করার বিষয়ে ভূমিকা রাখবে।
(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/জেবি/ডিএম)

মন্তব্য করুন