শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন? যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮
অ- অ+

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। তিনি সেখানে কোন স্ট্যাটাসে আছেন সেটাও ভারত সরকারের বিবেচনাধীন বিষয়।’

ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি পর্যালোচনার দাবি উঠছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন, ‘ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোনও মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে তারা তা করতে পারে।’

বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে অনুমোদন দিতে ভারত দেরি করছে কি না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিয়োগ প্রক্রিয়ায় দুই থেকে চার মাস সময় লাগে। এটি প্রক্রিয়া অনুযায়ীই হবে।’

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে বাড়ছে ঝুকিঁপূর্ণ তামাক চাষ
মেক্সিকোতে ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক পাচারকারীকে গুলি করে হত্যা
ছয় মাসে দুই হাজারের বেশি ব্যাংক হিসাবে ১৬০০০ কোটি টাকা জব্দ
গোলের দেখা পেলেন না মেসি-সুয়ারেজ, জয়হীন মিয়ামি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা