রাজধানীর হাজারীবাগে ট্যানারির গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫০| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:২১

রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। চারতলা ভবনের চতুর্থ তলায় ওই গোডাউনে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে আগুন লাগে। এরইমধ্যে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঢাকা টাইমসকে জানান, ২টা ১৪ মিনিটে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও চারটি ইউনিট। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএম/ডিএম)

মন্তব্য করুন