কবি নজরুলের অগ্নিদগ্ধ নাতি বাবুল কাজী লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০১| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৩৮
অ- অ+

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অগ্নিদগ্ধ নাতি বাবুল কাজী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

তিনি জানান, ‘গ্যাস লাইটার বিস্ফোরণে বাবুলের শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে আইসিইউতে ভর্তি নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। তার চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে।’

এর আগে শনিবার ভোর পাঁচটায় রাজধানীর বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৫৯ বছর বয়সি বাবুল কাজী।

সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তার বোন খিলখিল কাজী বলেন, ‘বাবুল বাথরুমে ঢুকেছিলেন। পরে ধূমপান করার জন্য লাইটার জ্বালাতেই একটা বিরাট আওয়াজ হয় এবং বিস্ফোরণে দগ্ধ হন। তিনি নিচে পড়ে যান। কোনোমতে বাথরুমের দরজা খোলেন। সঙ্গে সঙ্গে তার স্ত্রী-সন্তানরা ছুটে যান। তারা দেখেন একেবারে দগ্ধ। পুরো মাথা, মুখ ও শরীর দগ্ধ হয়ে গেছে। আমি পাশের রোডে থাকি। ফোন পেয়ে ছুটে আসি। অ্যাম্বুলেন্স ডেকে বার্ন ইউনিটে নিয়ে যাই।’

১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া কাজী নজরুল ইসলাম ২৫ বছর বয়সে কলকাতায় প্রমীলা দেবীকে বিয়ে করেন। তাদের ঘরে চার ছেলে সন্তানের জন্ম হয়, যাদের মধ্যে প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ মারা যায় খুব ছোট বয়সে। দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদ বুলবুলের মৃত্যু হয় মাত্র চার বছর বয়সে। অপর দুই সন্তানের মধ্যে কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ কেউই দীর্ঘায়ু পাননি।

আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর ছেলে তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। তার বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী। তারা বাংলাদেশের নাগরিক। জাতীয় কবির আরেক ছেলে কাজী অনিরুদ্ধের পরিবারের বসবাস কলকাতায়। তার স্ত্রী কল্যাণী কাজী লেখক ও সংগীতশিল্পী।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোসরদের প্রতি দয়া নয়, বয়কট করুন: নাসির উদ্দীন পাটোয়ারী
চট্টগ্রামে মাইক্লোর নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ
সামনে ‘সেন্টারিস্ট রাজনীতি’ বিপদের সম্মুখীন হতে পারে, আশঙ্কা রিজভীর
ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক এখনও দিতে পারেনি রাজশাহী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা