বিএনপির সমাবেশে সাংবাদিক পরিচয়ে শিবিরকর্মী!

বিশেষ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ২৩:৩০| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২৩:৩১
অ- অ+

বিএনপির সমাবেশে সাংবাদিক পরিচয় দেওয়া এক শিবিরের কর্মীকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা!

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার বিকালে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা চলাকালে মূল গেইটে আব্দুর রহমান রনি নামে একজন সাংবাদিক পরিচয়ে মোবাইল হাতে ভিডিও করছিলেন।

এ সময় কথিত ওই সাংবাদিক একজন বিএনপিকর্মীকে ভিডিও ধারণ করে প্রশ্ন করছিলেন- ‘আপনারা কেন চাঁদাবাজি করেন?’

তখন সেখানে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল মৃধা তার এ ধরনের প্রশ্ন শুনে চাঁদাবাজির প্রমাণ চান।

একপর্যায়ে রনির আইডি কার্ড চাওয়া হলে তিনি বলেন, ভিডিও করা কি অন্যায়? ছাত্রদলের নেতাকর্মীরা তার আসল পরিচয় জানতে চাইলে রনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

এ বিষয়ে ছাত্রদল নেতা মো. রাসেল মৃধা জানান, দলীয় নেতাকর্মীরা তার মোবাইল চেক করে নিশ্চিত হন, সে শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার মোবাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ ম্যাসেজে লেখা আছে, ‘ভাই সাংবাদিক ইলিয়াস হোসেন আপনার সাথে জরুরিভাবে কথা বলতে বলেছে।’

রাসেল জানান, কথিত সাংবাদিকের মোবাইলে যা কিছু ছিল তা সব ভিডিও করে রেখেছি। তার মোবাইলে জামায়াত এবং শিবিরের প্রতিটি প্রোগ্রামের ভিডিওচিত্র রয়েছে। তার ডায়াল কলে সমন্বয়ক মোস্তাফিজ আকিলের নাম্বার রয়েছে।

এছাড়া তার ফেসবুকে পোস্ট দেওয়া আছে, ‘দ্বিতীয় জাতির আব্বাকে পাওয়া গেছে, জাতির নাতি তারেক রহমান।’

আরও লেখা আছে, ‘জাতি এক স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরশাসকের কবলে পড়বে বাংলাদেশ!’

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, আহত ১২
আমলার সঙ্গে যৌথভাবে যে রেকর্ড গড়লেন বাবর আজম
বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু 
জবি ভর্তি পরীক্ষায় ৫০ বছর বয়সি তাওহিদুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা