বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত ডা. আমান উল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, ২৩:০০
অ- অ+

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির (বিওএস) ৮১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান— নিটোর এর কনফারেন্স রুম-২ এ বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাধারণ সভায় অনুষ্ঠিত হয়। এসময় সদস্যদের উপস্থিতিতে সোসাইটির আহ্বায়ক কমিটি ও ৩৮ তম কনফারেন্স আয়োজক কমিটি-২০২৫ গঠন করা হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হন— নিটোরের পরিচালক ডা. আবুল কেনান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. শাহ মু. আমান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক ডা. সৈয়দ জাকির হোসেন(বিপ্লব), সদস্য সচিব-ডা. এরফানুল হক সিদ্দিকী ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন ডা. মো. জহির- উল ইসলাম।

এছাড়াও ৩৮ তম কনফারেন্স আয়োজক কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন ডা.ওয়াকিল আহমেদ ও সেক্রেটারি নির্বাচিত হন ডা. মো. মিজানুর রহমান।

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর নিটোর শাখা ও জামাতপন্থী চিকিৎসকদের সংগঠন এনডিএফ নিটোর শাখার পৃথক বিবৃতিতে ডা. কেনান-ডা. এরফান নেতৃত্বাধীন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির কমিটিকে অভিনন্দন জানানো হয়।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা, এটা কি আমাদেরই জগৎ: আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা
সচিবালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধায় সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি: শান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা