বিএনপি এদেশের মানুষের হৃদয়ে খোদাই করা আছে: ড. কাইয়ুম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, পতিত আওয়ামী লীগের দোসরদের গভীর ষড়যন্ত্রে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কোন অপপ্রচারেই দলের ইমেজ ক্ষুণ্ণ হবে না। বিএনপি এদেশের মানুষের হৃদয়ে খোদাই করা আছে। তাই আগামী নির্বাচনের মানুষের ভোটেই বিএনপি নির্বাচিত হবে।
মঙ্গলবার বিকালে গুলশানের একটি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. এম এ কাইয়ুম, গত ১৭ বছর সরকার বিরোধীমত হিসেবে বিএনপি নেতাকর্মীদের অমানুষিক নির্যাতন করা হয়েছে। আমরা নিজের বাসাতেও থাকতে পারিনি। সরকারের বিরুদ্ধে আমরা ১৭ বছর ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছি। কিন্তু, আল্লাহ রহমতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণে গত ৫ আগস্ট আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। স্বাধীন এই বাংলাদেশে আমরা ঘরে থেকে রাজনীতি করতে পারছি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের দুর্দিনে জীবনের ঝুঁকি নিয়ে যারা রাজপথে ছিলেন। দলের বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে রাজপথেই ছিলেন। সেইসব সক্রিয় ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। তারাই আগামীদিনে দলের বিভিন্ন পদে যোগ্যতা অনুসারে মূল্যায়িত হবে। এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে।
তিনি বলেন, এখন রাজনীতি করার সুযোগ এসেছে। কিন্তু মনে রাখতে হবে কোনো নব্য বিএনপি তৈরি করা যাবে না। আত্মীয়-স্বজন যাইহোক নব্য বিএনপির জায়গা দলের ভিতরে হবে না। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠিন ও কঠোর নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, কোনো চাঁদাবাজি করা যাবে না। ব্যবসা করতে হবে। আমরা তাদের সহযোগিতা করবো। কিন্তু যারা চাঁদাবাজি করে দলের সুনাম নষ্ট করবে, তাদের কোন ছাড় হবেনা। তাদের বিরুদ্ধে আপনারা আমাদেরকে জানাবেন। সঠিক তথ্য দেবেন। আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
কাইয়ুম বলেন, আওয়ামী দোসরদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। যেন কোনোদিন স্বৈরাচার পুনরুজ্জীবিত হতে না পারে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের জন্য কাজ করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব এ জি এম শামসুল হক, বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাদের বাবু, সাবেক স্বেচ্ছাসেবকদলের নেতা হারুন অর রশিদ, সাবেক বাড্ডা থানা যুবদল সভাপতি রেজাউল করিম, রামপুরা থানা যুবদলের- আহ্বায়ক কামাল আহমেদ দুলু, রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক- মোহাম্মদ আলম, রামপুরা থানা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান ফয়সাল, যুবদলের- সদস্য সচিব আসিফ সাত্তার শোভন, রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের -সদস্য সচিব মাকসুদুর রহমান নাহিদ, রামপুরা থানা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ জসিম, সদস্য সচিব- আমিনুল ইসলাম, রামপুরা থানা মহিলা দলের আহ্বায়ক- জাহানারা বেগম, সদস্য সচিব- বাবলী আক্তার, রামপুরা থানা ছাএদলের সাধারণ সম্পাদক- রোমান আহমেদসহ রামপুরা থানা, ২৩ ও ৯৮ নং ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/জেবি/এমআর)

মন্তব্য করুন