সাইকেল চালাতে গিয়ে নিখোঁজ ইশানকে খুঁজছে বাবা-মা

সাইকেল চালাতে গিয়ে নিখোঁজ হয়েছেন ১৪ বছর বয়সি ইশান। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে রাজধানীর সাইন্স ল্যাবরেটরি এলাকা থেকে সে হারিয়ে যায়। নিখোঁজ ইশান কথা বলতে পারে না, তবে কানে শুনতে পারে।
জানা গেছে, নিখোঁজ ইশান বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা বিসিএসআইআরের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মো. আহসান হাবিবের ছেলে। ঘটনার দিন বিকাল আনুমানিক তিনটার দিকে সে সাইকেল চালাতে গিয়ে সাইন্স ল্যাবরেটরি থেকে হারিয়ে গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবারই নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে নিখোঁজের পরিবার। জিডি নম্বর- ১৩৭৯।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ইশানের সন্ধান পেয়ে থাকেন, তাহলে 01855950626 বা 01829418837 নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। অথবা নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) 0 1320-039576 জানানো যাবে।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এসএস/এজে)

মন্তব্য করুন