বগুড়ায় ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বগুড়ার হোটেল ক্যাসেল সোয়াদের কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
এসময় চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংককে তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল স্তরের কর্মীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। তিনি শ্রেণীকৃত ঋণ আদায় এবং আমানত সংগ্রহে জোর দেন। বিশেষ করে ঋণ আদায়ে সর্বোচ্চ চেষ্টা করার জন্য তিনি কর্মীদের নির্দেশনা দেন।
অন্যদিকে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) শেখ আকতার উদ্দীন আহমেদ ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জন, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সেবার মানোন্নয়ন এবং শ্রেণীকৃত ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের ধারাবাহিক উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, সম্মেলনের পূর্বে ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি বিশেষ মতবিনিময় সভায় ব্যাংকের গ্রাহকদের সাথে আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন