ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বগুড়ায় মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় তারা ‘স্বাধীন বাংলাদেশে ভারতীয় আগ্রাসন মানি না, মানবো না। ভারত যতদিন না ঠিক হবে, আমাদের আন্দোলন, প্রতিবাদ চলতে থাকবে’ বলে স্লোগান দেন।
মিছিলে শিক্ষার্থীরা বলেন, আমরা খবর পেয়েছি, আমাদের এক বোনকে ধর্ষণের পর হত্যা করেছে ভারতের উগ্রবাদী হিন্দু। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা মুসলমান। যে কোনো খারাপ সময় আসুক, আমরা সংগ্রাম চালিয়ে যাবো।
উল্লেখ্য, গত শুক্রবার বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটতে পারে।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এমআর)
মন্তব্য করুন