দুই পক্ষ একমত হওয়ায় ইজতেমা সুন্দর হবে আশা করি: আইজিপি

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, ১২:০৫| আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১২:২৬
অ- অ+

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আশাপ্রকাশ করেছেন, দুই পক্ষ (সাদপন্থি ও জোবায়েরপন্থি) একমত হওয়ায় এবারের ইজতেমা সুন্দরভাবেই সম্পন্ন হবে।

তিনি বলেন, ‘এখন এন্টারিম (অন্তর্বর্তী সরকার) গভর্নমেন্ট চলছে। লুট হওয়া অনেক অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সব কিছু মাথায় রেখেই কাজ করছি।’

বুধবার সকাল সাড়ে ১০টায় গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কন্ট্রোল রুমের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি।

সম্প্রতি ইজতেমা মাঠে সংঘটিত একাধিক খুনের ঘটনা উল্লেখ করে আইজিপি বলেন, ‘আমরা আদম সন্তান। দুই পক্ষই আমল করেন। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে দুই পক্ষ একমত হয়েছেন। আশা করি ইজতেমা সুন্দর হবে।’

তিনি জানান, ‘ইজতেমায় আয়োজকদের ১০ হাজার স্বেচ্ছাসেবী আমাদের সঙ্গে থাকবে। তাদেরকে পুলিশের পক্ষ থেকে পরিচয়পত্র দেওয়া হয়েছে।’

জিএমপির কমিশনার ড. নাজমুল করীম খান বলেন, ‘এবারের ইজতেমায় ওয়াচ টাওয়ার থাকবে ১৬টি। পাঁচ সেক্টরে ভাগ করে নিরাপত্তা ছক করা হয়েছে । পুরো ইজতেমা মাঠ সিসি ক্যামেরার আওতায় থাকবে। ২০টি মোবাইল পার্টি, ২০টি চেকপোস্ট থাকবে।’

তিনি আরও জানান, ‘ইজতেমা উপলক্ষে ৩১ জানুয়ারি থোকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এবার প্রচুর পরিমাণ নিরাপত্তা বাহিনী থাকবে। আশা করি কোনো কিছু হবে না। ড্রোন ও হেলিকপ্টার টহল থাকবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি, ইজতেমার আয়োজকদের মুরুব্বী প্রকৌশলী মাহফুজ হান্নানসহ সংশ্লিষ্টরা।

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। আট দিন বিরতির পর ১৪ ফেব্রুয়ারি থেকে সাদপন্থিরা ইজতেমা করবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
A Monumental Work at Risk: Why Mobasher Ali, Chief editor of the History of Comilla District Must Be Preserved
Reimagining Management Education: The Role of Quantum Mechanics as a Metaphorical Lens for Complex Leadership
চরফ্যাশনে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
রক্তাস্বল্পতা দূর করে প্রাকৃতিক মহৌষধ ভেষজ আমড়া, ক্যানসার প্রতিরোধও সিদ্ধহস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা