সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কী?

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৫| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৮
অ- অ+

বিশ্বের যেকোনো দেশে যেতে হলে একটি বৈধ পাসপোর্ট প্রয়োজন। রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি দলিল হিসেবে প্রমাণ করে পাসপোর্ট। তবে বিশ্বের সব দেশের পাসপোর্টের মর্যাদা সমান নয়। বিশ্বে এমন কয়েকটি দেশ রয়েছে যে দেশের পাসপোর্টধারীদের অন্যান্য দেশের তুলনায় বেশি দাম দেওয়া হয়। এমনকি বিশ্বের বহু দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায় এসব পাসপোর্ট নিয়ে।

গত ১৯ বছর ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্টের সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ২০২৫ সালের সূচকটি প্রকাশ করা হয়েছে।

কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। সূচক তৈরিতে ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্য।

২০২৫ সালের এই সূচকে একেবারে শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট। এই দেশের নাগরিকরা বিশ্বের ১৯৩টি গন্তব্য যেতে পারবেন ভিসা ছাড়া।

এদিকে চলতি বছর বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে চলতি বছর চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৩তম। বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া ৩৯টি দেশে প্রবেশ করতে পারবেন। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন।

শক্তিশালী পাসপোর্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে- জাপান এবং দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯০টি দেশে যেতে পারবেন ভিসা ছাড়া।

তৃতীয় স্থানে রয়েছে- ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এর পর চতুর্থ স্থানে রয়েছে- অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

পঞ্চম স্থানে রয়েছে- গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। ষষ্ঠ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। এই দুই দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৮৬টি দেশে।

কানাডা, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মাল্টা ও পোল্যান্ড রয়েছে সপ্তম স্থানে। দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। সূচকের অষ্টম স্থানে আছে এস্তোনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। দেশ দুটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৮৪টি দেশে।

অন্যদিকে এশিয়ার দেশগুলোর মধ্যে এ সূচকে ৮০তম স্থানে রয়েছে ভারত। ভিসা ছাড়া ৫৬ দেশে ঘুরতে পারবেন ভারতীয়রা। এরপরই রয়েছে- ভূটান ৮৩তম, মিয়ানমার ৮৮তম, শ্রীলঙ্কা ৯১তম এবং নেপাল ৯৪। এছাড়া একেবারের নীচের সারিতে পাকিস্তানের স্থান ৯৬ এবং আফগানিস্তান রয়েছে সর্বশেষ ১০৪তম স্থানে।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা