রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার ওপর ইউআইটিএসের জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৭
অ- অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যার ওপর দুই দিনব্যাপী ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত ‘National Conference on Physics-2025’- শীর্ষক কনফারেন্সে ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া অংশগ্রহণ করেন।

এই কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, ড. মোহাম্মদ শৌকত আকবর।

সমাপনী সেশনের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এরকম কনফারেন্সের মাধ্যমে পদার্থবিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় এবং গবেষণালব্ধ জ্ঞানের মিথস্ক্রিয়া বিজ্ঞান ও প্রযুক্তিকে আরও সমৃদ্ধ করবে।

তিনি আরও উল্লেখ করেন যে, এরকম কনফারেন্স আয়োজনের মাধ্যমে গবেষণার উৎকর্ষ বৃদ্ধির মাধ্যমে লব্ধ জ্ঞান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সুনাম বৃদ্ধি করবে এবং এই লব্ধ ফলাফল মানবতার কল্যাণে ব্যবহৃত হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক ড. ইশতিয়াক এম সাইদ।

কনফারেন্সের আরও একটি বৈজ্ঞানিক সেশনে (III-B. ‘Magnetic Materials’)-এর সেশন চেয়ার হিসেবে উপাচার্য দায়িত্ব পালন করেন।

দুই দিনব্যাপী কনফারেন্সে বিভিন্ন প্ল্যানারি লেকচার, ইনভাইটেড লেকচার, কনট্রিভিউটরি পেপার ও পোস্টারসহ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়।

এসময় নির্বাচিত কৃতী প্রবন্ধ উপস্থাপকদেরকে সনদ প্রদান করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থীসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও শিক্ষক-শিক্ষার্থী এই কনফারেন্সে অংশগ্রহণ করেন।

(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের অবস্থান বিভ্রান্তিকর: এবি পার্টি
দাগনভূঞায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
ডিপিএল: শান্ত-মিঠুনে ভর করে টানা ৬ জয়ে শীর্ষে আবাহনী
রাজশাহীতে দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা