বিদ্যুৎ খাতে ভুটানের সহযোগিতা চায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫২
অ- অ+

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভুটানের সঙ্গে বাংলাদেশের আরও সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিদ্যুৎ ও বাণিজ্য ক্ষেত্রে।

বুধবার বাংলাদেশে নিযুক্ত ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টোর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।

তিনি আরও বলেন, ভুটানই প্রথম দেশ, যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভুটান বাংলাদেশি জনগণের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে।

এ সময় রাষ্ট্রদূত কুয়েনসিল জোর দিয়ে বলেন, বাংলাদেশ এই অঞ্চলে ভুটানের একজন অবিচল অংশীদার এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে এই অঞ্চলের জনগণের বৃহত্তর কল্যাণের জন্য সার্ক ও বিমসটেকের মাধ্যমে ব্যাপক আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা