শেখ হাসিনাকে ফেরাতে ভারতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে মোদি সরকারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ। ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় এই পদেক্ষপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠিয়েছে। তার ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অপেক্ষা করবে বাংলাদেশ। এ ছাড়া ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কি না, সেটি সরকারের উচ্চপর্যায়ের আলোচনার বিষয়।’
এ সময় গণহত্যা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের প্রতিবেদনকে স্বাগত জানান রফিকুল আলম। বলেন, প্রতিবেদনটি যেকোনো মানুষের বিবেককে নাড়া দেবে। তিনি আশাপ্রকাশ করেন, ‘ভারতও বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে।’
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন