তারেক রহমান খেলাধুলায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন: আমিনুল হক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুব সমাজ ও তরুণ প্রজন্মের কথা চিন্তা করেই খেলাধুলাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শাহ আলী থানা বনাম রামপুরা থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ফুটবল,ক্রিকেটসহ অন্যান্য যে খেলাগুলো রয়েছে। তারেক রহমানের নির্দেশে আমরা এ সকল খেলাধুলা বিভাগীয় পর্যায় থেকে শুরু করে মহানগর,জেলা উপজেলাসহ সব জায়গায় যুব সমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছি। যার ফলে তরুণ সমাজ মাদক ছেড়ে খেলাধুলায় মনোযোগ দিচ্ছে।

আমিনুল হক বলেন, বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে তারা যুবসমাজকে খেলাধুলা থেকে দূরে রেখেছিল। সেই সময়ে আওয়ামী স্বৈরাচাররা শুধু একটি জিনিস দেখেছে কীভাবে জোর করে ক্ষমতায় থাকা যায়।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা আরাফাত রহমান কোকো ফুটবল/ক্রিকেট টুর্নামেন্ট, জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টসহ যুব সমাজকে মাদকমুক্ত রাখতে একাধিক টুর্নামেন্ট চলমান রেখেছি। এই টুর্নামেন্টগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সুস্থ সমাজ ও সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আতাউর রহমান, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য হুমায়ুন কবির রওশান, হাফিজুল হাসান শুভ্র, আবুল হোসেন আব্দুল, সাজ্জাদ হোসেন মোল্লা, নুরুল হুদা ভূঁইয়া নূরু, আশরাফুজ্জাহান জাহান, সোহেল রানা ভূইয়া, তাসলিমা রিতা, সাবেক সদস্য মোঃ হানিফ মিয়া, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান লিপকন এছাড়াও পল্লবী থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা মো. আবদুস ছালাম, রামপুরা থানা বিএনপির আহবায়ক হেলাল কবির হেলু, যুগ্ম আহবায়ক নিলুফার ইয়াসমিন নিলু, খিলক্ষেত থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক রিপন হাসান খন্দকার, থানা আহবায়ক কমিটি সদস্য আবদুল আলী, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির, বিমানবন্দর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, মোঃপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন, থানা বিএনপি সিনিয়র সদস্য ফরিদ উদ্দিন ফরহাদ, শাহআলী থানা বিএনপি যুগ্মআহবায়ক সোলায়মান দেওয়ান প্রমুখ।

আজকের শাহ আলী ও রামপুরার মধ্যকার ম্যাচে ২-১ গোলে শাহ আলী থানা জয়ী হয়।

এর আগে সকালে পল্লবী পলাশনগর বাড়ী মালিক সমিতির সাধারণ সভা এবং বাদ জুমা ঢাকার আদাবরে ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা আবুল হাসেম এর নামাজে জানাজায় যোগ দেন তিনি।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরিরামপুরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের অবস্থান বিভ্রান্তিকর: এবি পার্টি
দাগনভূঞায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
ডিপিএল: শান্ত-মিঠুনে ভর করে টানা ৬ জয়ে শীর্ষে আবাহনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা