ঝুলে আছে উপকূল রক্ষা বাঁধের কাজ, ঠিকাদারকে ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ১৫:৫১| আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৬:৩৮
অ- অ+

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী এলাকায় উপকূল রক্ষা বেড়িবাঁধের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টের সংস্কারকাজ এখনো শুরুই হয়নি। কিন্তু প্রকল্পের নির্ধারিত মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে কাজ ঝুলে থাকায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

পাউবো- এর শ্যামনগর পওর উপ-বিভাগ স্থানীয় সূত্রে জানা গেছে, জাইকার অর্থায়নে ২০২২ সালে প্রায় ৯৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়, যা ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

স্থানীয়দের দাবি, দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প এলাকায় বালুভর্তি জিওব্যাগ প্লেসিং করেই কার্যত উধাও হয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জেভি ডকইয়ার্ড লিমিটেড। ফলে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। সময় কাজের ধীরগতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক ২০ লাখ টাকা জরিমানা করেন তিনি। পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন ইউএনও।

প্রসঙ্গে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন বলেন,

কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। ২০ লাখ টাকা জরিমানার পাশাপাশি দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যেন বর্ষার আগে লোকালয়ে পানি ঢোকা বন্ধ করা যায়।

পানি উন্নয়ন বোর্ড- এর শ্যামনগর পওর উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান সরদার জানান, ডিজাইন তৈরি করে দ্রুত ঢাকায় প্রস্তাব পাঠানো হবে। পরবর্তীতে প্রয়োজনীয় মাটির পরিমাপ সংগ্রহ করে মাটির কাজ শুরু হবে।

স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, সময়মতো কাজ শেষ না হলে আসছে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা নদীভাঙনের ঝুঁকি আরও বেড়ে যাবে। দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তারা।

(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা