লোডশেডিংয়ের সিডিউল কেন ২৪ ঘণ্টা আগে প্রকাশ নয়: হাইকোর্টের রুল

দেশের শহর ও গ্রামের মধ্যে বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিংয়ের শিডিউল কেন ২৪ ঘণ্টা আগে প্রকাশ করতে নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৭ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ চার সপ্তাহের জন্য এ রুল জারি করেন। রুলে বিদ্যুৎ ও জ্বালানি সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটকারী আদালতকে বলেন, গরমের সময় শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি পরিমাণে লোডশেডিং হয়। এতে ওই সব এলাকায় পোল্ট্রিসহ নানা উৎপাদনমুখী শিল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
গত ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছিলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গ্রাম ও শহরের মধ্যে কোনো বৈষম্য রাখবেন না। এজন্য দেশের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। সেচ উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখার কথাও বলেন উপদেষ্টা।

মন্তব্য করুন