হামজাকে নিয়ে ভারতকে হারানোর আশায় দেশ ছাড়ল বাংলাদেশ ফুটবল দল

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ভারত সফরে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘ প্রতীক্ষার পর দলে যোগ দেওয়া হামজা চৌধুরীকে সঙ্গে নিয়েই বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টায় কলকাতার উদ্দেশে দেশ ছেড়েছে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
সাম্প্রতিককালে দল ঘোষণা নিয়ে এতোটা আগ্রহ আর দেশের ফুটবলে দেখা যায়নি। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই প্রবাসী খেলোয়াড় হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম। হাভিয়ের কাবরেরার চূড়ান্ত একাদশে হামজা আছেন অনুমিতভাবেই। একইভাবে পূর্বঘোষণা অনুযায়ী জায়গা হয়নি ফাহমিদুলের। দল ঘোষণার পর ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে হামজা চৌধুরীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ২৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। কন্ডিশনিং ক্যাম্প থেকে দেশে ফেরার ২৭জনের মধ্যে বাদ পড়েছেন আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং তাজ উদ্দিন।
দল ঘোষণার পর সকালেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিমানবন্দরে আজও আগ্রহের কেন্দ্রে ছিলেন হামজা। গণমাধ্যমের বেশিরভাগ প্রশ্নই ছিল শেফিল্ড ইউনাইটেডের এই তারকাকে নিয়ে। প্রথমে কলকাতা হয়ে শিলং যাবে বাংলাদেশ দল। কলকাতায় ট্রানজিট শেষে আরেকটি ফ্লাইটে শিলং পৌঁছানোর কথা রয়েছে। সেখানে আগামীকাল (২১ মার্চ) থেকে শুরু হবে দলের আনুষ্ঠানিক অনুশীলন।
হামজাকে সতীর্থ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত সোহেল রানা। এক দিনের পরিচয়েই দলের সবার সঙ্গে হামজা দারুণভাবে মানিয়ে নিয়েছেন বলে জানান তিনি, ‘হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে ও অনেকদিন ধরেই আমাদের সঙ্গে খেলছে।’
এদিকে নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণের চোখে হামজার অন্তর্ভূক্তি ইতিবাচক ঘটনা। তিনি বলেন, ‘গতকাল সে (হামজা চোউধুরী) অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। অবশ্য এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট আছে। আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজেটিভ ব্যাপার।’
জেতার জন্যই ভারতে যাচ্ছেন বলেও জানান তপু, ‘আমাদের প্রিপারেশন, মানসিক সক্ষমতা, চিন্তাধারা এবারে পুরোপুরি আলাদা। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। আমাদের চিন্তাধারা উইনিং মেন্টালিটি।’
(ঢাকাটাইমস/২০ মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন