আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান এনসিপির

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করা-না করাসংক্রান্ত প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন।
জুলাই গণঅভ্যূত্থানের চেতনায় বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে সব রাজনৈতিক দলের ঐক্যের ডাক দিয়েছেন এনসিপি-প্রধান।
শুক্রবার রাত সোয়া আটটায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যাসহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।’
আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে এনসিপি-প্রধান বলেন, ‘সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তাঁর এ বক্তব্যের নিন্দা জানাই।’
বৃহস্পতিবার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা তার সরকারের নেই।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজ সারা দেশে ছাত্র-জনতসহ এনসিপির কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা বিক্ষোভ দেখিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ছাত্র-জনতার নেতৃত্বে এই বিক্ষোভ অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।
এর আগে বিকাল সোয়া পাঁচটার দিকে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির সংবাদমাধ্যমকে দেশের চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন করার কথা জানান।
(ঢাকাটাইমস/২১মার্চ/মোআ)

মন্তব্য করুন