জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রস্তাব গৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৫, ২০:৫৭
অ- অ+

মালয়েশিয়া ও ফিনল্যান্ডের উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতির ওপর উচ্চ পর্যায়ের সম্মেলনের পরিধি, পদ্ধতি, বিন্যাস ও সংগঠন সম্পর্কিত একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

ভোটাভুটির মাধ্যমে মঙ্গলবার ওই প্রস্তাব গৃহীত হয় বলে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই প্রস্তাবের ওপর উন্মুক্ত বিতর্ক চলার সময় রাশিয়া বেশ কিছু সংশোধনের প্রস্তাব করে, তবে বাংলাদেশ তা গ্রহণ করেনি। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী, উন্মুক্ত বিতর্ক অধিবেশনে অংশ গ্রহণ করেন। তিনি এই প্রস্তাবের ওপর ভোটের প্রস্তাব করেন।

এতে আরও বলা হয়, সাধারণ পরিষদের সভাপতি ভোট আহ্বান করেন এবং প্রস্তাবটির পক্ষে ১৪১ ভোট পড়ায় প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবটির বিরুদ্ধে কোনো ভোট পড়েনি। ১০টি দেশ ভোটদানে বিরত থাকে।

ভবিষ্যতে রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে এই প্রস্তাব গৃহীত হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ এটি এমন এক সময়ে এসেছে, যখন ঢাকা সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা সংকটের ওপর একটি বিশেষ শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে কারণে ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির নিবন্ধন বাতিল করল সরকার
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: বিপিডিবি চেয়ারম্যান
উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
বৈষম্যবিরোধীরা রক্ষীবাহিনী মতো আচরণ করছে: ছাত্রদল সম্পাদক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা