সংবাদ সম্মেলনে জেলা জামায়াত

যশোরে ১৪ বাড়ি ভাঙচুরে জামায়াতকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৫, ২১:০৮
অ- অ+

যশোর সদর উপজেলার রূপদিয়ায় অন্যের জমিতে গড়ে তোলা ১৪টি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়ানোর প্রতিবাদ করেছে জেলার নেতারা। তারা বলেছেন, এই অপচেষ্টা জামায়াতকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপপ্রচারের অংশ ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।

জেলা আমির বলেন, গত ১৩ এপ্রিল রূপদিয়া মধ্যপাড়ায় ১৪টি ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনায় একাধিক গণমাধ্যম জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে। অথচ মূল অভিযুক্ত খবির খান জামায়াতের কোনো দায়িত্বশীল ব্যক্তি নন।

অধ্যাপক গোলাম রসুল দাবি করেন, ঘটনাটি একটি পারিবারিক জমিজমা-সংক্রান্ত দ্বন্দ্বের জেরে সংঘটিত হয়েছে এবং এতে জামায়াতের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। একটি মহল পরিকল্পিতভাবে জামায়াতকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর ১৫ এপ্রিল জেলা স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ৬০ হাজার টাকা অনুদান দেন। তারা প্রশাসন গণমাধ্যমের কাছে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূরী আলী মামুন, সাবেক ছাত্রনেতা আবুল কাশেম, আলমগীর হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় সমাবেশে বক্তৃতার সময় মঞ্চে লুটিয়ে পড়েন জামায়াত আমির
‘আগামী দিনের বাংলাদেশ হবে কালেমার বাংলাদেশ’
দেশে গডফাদারতন্ত্র শেষ করেছি, আর কোনো গডফাদার হতে দেব না: নাহিদ
সাজিদ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের প্রহসনের প্রতিবাদে উত্তাল ইবি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা