চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৫, ১৬:২২
অ- অ+

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার ড্রেনের গ্যাসে বিস্ফোরণে মা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে কদমতলা পৌরসভার কমিউনিটি হলের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— তন্নী আক্তার (৩৫) শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদের স্ত্রী এবং তাদের ছেলে রোহান (৮)।

অপর আহত শিশু রাহিম (৮) গুনরাজদী এলাকার মো. হান্নানের ছেলে।

স্থানীয়রা জানায়, মাদ্রাসা ছুটি হওয়ার পর মা-ছেলে এবং ওই শিশু ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই সময় হঠাৎ করে পৌরসভার ড্রেনে বায়ো গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে তারা তিনজনেই কম বেশি আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা-ছেলে দুজনকে ভর্তি করা হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর আহত অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ঘটনার পর চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(ঢাকা টাইমস/১৮মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বর্ণের দাম আবারও বেড়েছে
ইসরাইলি ড্রোন হামলায় ইরানের পুলিশ প্রধানসহ নিহত ২
চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা