বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৫, ২৩:৪৬
অ- অ+

রাজধানীর বাড্ডায় আফতাব নগরের দক্ষিণ আনন্দ নগরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুনে দগ্ধ গুরুতর আহত তানজিলা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার বিকাল ৩টার দিকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিশুটি মারা যায়।

এ ঘটনায় দগ্ধ তানজিলার বাবা তোফাজ্জল হোসাইন (৪৫), মা মানসুরা বেগম (৪৫) এবং তার দুই বোন মিথিলা (৭) ও তানিসা (১১) হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ, মানসুরার ৬৭ শতাংশ, শিশুর বোন মিথিলা ৬০ শতাংশ ও আরেক বোন তানিশা ৩০ শতাংশ পুড়ে গেছে। চারজনই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এর আগে শুক্রবার মধ্য রাতে আফতাব নগরের দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্প বাজার সংলগ্ন একটি বাসার নীচ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আগুনে দগ্ধ আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ শরীফ জানান, দগ্ধ তোফাজ্জল দিনমজুরের কাজ করেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আফতাবনগর থেকে শিশুসহ একই পরিবারের ৫ জন বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছে, আজ রবিবার বিকেলে ৭০২ দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তানজিলা নামে এক শিশু মারা যায়। তার শরীরে ৬৬ শতাংশ দগ্ধ ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে চীন সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ
সেন্টমার্টিনে সমস্যা নেই, সেখানে স্বাভাবিকভাবে মানুষ বসবাস করছে: কোস্ট গার্ড ডিজি
সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ছিল ‘সম্পূর্ণ ভিত্তিহীন আগ্রাসন’: পুতিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা