সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৫, ২৩:০৯
অ- অ+

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য (প্রো ভিসি) ও কোষাধ্যক্ষ (ট্রেজারার) নিয়োগে উপযুক্ত প্রার্থী নির্বাচন ও সুপারিশের জন্য সার্চ কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। সাধারণ, কৃষি, প্রকৌশল এবং াবজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এ কমিটি কাজ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে গতকাল রোববার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পাবলিক বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উপাচার্য নিয়োগ করেন রাষ্ট্রপতি ও আচার্য। এই নিয়োগের জন্য পাওয়া আবেদনপত্রগুলো থেকে উপযুক্ত তিনজন প্রার্থী বাছাই ও সুপারিশ করার দায়িত্ব সার্চ কমিটিকে দেওয়া হয়েছে।

সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

প্রয়োজনে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

কমিটিকে সচিবীয় সহায়তা দেবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, উপাচার্য পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ, সেগুলো যাচাই করে তিনজন উপযুক্ত প্রার্থী নির্বাচন এবং তাদের মধ্য থেকে একজনকে মনোনয়নের জন্য সরকারের মাধ্যমে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণে সুপারিশ করা।

(ঢাকাটাইমস/১৯মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরান এবার ইসরায়েলের বিরুদ্ধে ‘শাস্তিমূলক অভিযান’ শুরু করতে যাচ্ছে
এক দিনের বয়কট শেষে আজ ঐকমত্য কমিশনের সংলাপে যাচ্ছে জামায়াত
ট্রাম্পের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির
ভোরে তুমুল বৃষ্টির মধ্যে এবার ২০ জনকে পুশ ইন করল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা