ছাত্র-জনতার ওপর গুলি:
সাবেক মেয়র তাপসের সহযোগী খোরশেদ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মো. খোরশেদ আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর শুক্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি জিগাতলা এলাকায় চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। মামলার তদন্ত করছে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। তদন্তে উঠে এসেছে, খোরশেদ আলম ওই হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হামলার নেতৃত্ব দেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তার খোরশেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্র-জনতার ওপর হামলার বিষয়টি স্বীকার করেছেন। তাকে মঙ্গলবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭জুন/এলএম/এসএ)

মন্তব্য করুন