এনসিপি নেতা সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ, সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৫, ১৬:১৪| আপডেট : ১৭ জুন ২০২৫, ১৬:২৪
অ- অ+

নৈতিক স্খলনের অভিযোগে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। ওই বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জানতে চেয়েছেন। উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচদিনের মধ্যে “রাজনৈতিক পর্ষদ” এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হলো।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ নির্দেশনা মোতাবেক নির্দেশনা দেওয়া হলো।’

দলীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সারোয়ার তুষারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিষয়ে দলের শীর্ষ নেতাদের কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি না হলেও এনসিপির ভেতরে নৈতিকতা ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা শীর্ষ পর্যায় থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে।

এনসিপির একটি সূত্র জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন ও সারোয়ার তুষারের ব্যাখ্যার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজনৈতিক পর্ষদ।

এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও প্রকাশের মাধ্যমে সারোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলে ধরেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। অডিওটি প্রকাশ্যে আসতেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তুষারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানান এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/১৭জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
নাছিমা কাদির মোল্লা স্কুলে ‘ম্যাজিক’, শতভাগ জিপিএ -৫
৫২ বছর বয়সী সেই ইউপি সদস্য এসএসসি পরীক্ষায় ইংরেজিতে ফেল
আদালতের নির্দেশনা পেলে সাবেক আইজিপি মামুনের বিষয়ে সিদ্ধান্ত: কারা অধিদপ্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা