কবিতা
শালিক পাখির প্রেম

নীল আকাশের বুক চিরে
একটি শালিক উড়ে চলে একা —
অজানার টানে, দূর কোন ছায়াঘেরা বনানীতে,
সে খোঁজে ফেরে এক অনন্ত প্রতীক্ষার প্রেম।
.
তার চোখে নেই অহংকারের দীপ্তি,
পাখনার শব্দে নেই হঠাৎ ঝড় তোলা হুঙ্কার,
শুধু আছে এক কোমল, বালুকাভেজা সুর —
যেখানে প্রেম মানে নয় দহন, বরং এক নির্মল সৃষ্টি।
.
একদিন হঠাৎ বৃষ্টির কোলে,
ধূসর চোখের সে শালিক তার সঙ্গীকে খোঁজে।
তার ডানায় রাখে নির্ভার, নিঃশর্ত ভালোবাসা —
তাদের চোখে মিশে যায় বৃষ্টির ভেজা নীরবতা।
.
তারা গায়ে গায়ে বুনে নেয় বাসা,
একটা অদৃশ্য গান — শব্দহীন এক চঞ্চলতা।
তারা বাসা বাঁধে না মানুষের শুষ্ক দেয়ালে,
বাঁধে রক্তিম মেঘের ভাঁজে, গোধূলির কোমল নিশ্বাসে।
.
তবু হঠাৎ শহর জেগে ওঠে —
লোহার খাঁচা, যন্ত্রের গর্জন, মেঘের ধমক,
ইট-কাঠে মোড়া এক শীতল, স্বপ্নহীনতা
ছিন্ন করে ফেলে শালিকজোড়ার নির্ভার প্রেমনিঃশ্বাস।
.
তবুও প্রেম থামে না কোনোদিন —
বহুপ্রতীক্ষিত ভালোবাসা কি পিছিয়ে যায় কখনো?
শালিকজোড়া আবার উড়ে যায় —
আরও উঁচু, আরও মুক্ত এক আকাশে,
যেখানে প্রেম মানে শুধুই মুক্তি —
কোনো গন্তব্য নয়, এক অনন্ত আলিঙ্গনযাত্রা মাত্র।

মন্তব্য করুন