ইউআইইউ শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, বেশ কয়েকজন আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৫, ১৩:৩৮| আপডেট : ২১ জুন ২০২৫, ১৪:৩০
অ- অ+

বহিষ্কারাদেশ বাতিলসহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুনবাজার মোড়ে আন্দোলনরত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে করে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার পর ইউআইইউ শিক্ষার্থীরা সড়কে যান চলাচল বন্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর কিছুক্ষণ পর পুলিশ সেখানে অবস্থান নেয়। পুলিশ শিক্ষার্থীদের সরে যেতে অনুরোধ করে। কিন্তু দাবি না আদায় হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান শিক্ষার্থীরা। পরে বেলা ১১টায় লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার কিছুক্ষণ পর শিক্ষার্থীরা আবার একত্রিত হয়ে সড়কে নামেন এবং সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তি দেখা দিয়েছে। পুরো নতুনবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল থেকে রামপুরা, বাড্ডা, প্রগতি সরণি ও তেজগাঁও রেলগেট এলাকায় ব্যাপক যানজট দেখা গেছে। অফিসগামী মানুষ, স্কুলের শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, সকাল থেকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিকল্প রুটেও গাড়ি গড়াচ্ছে না। হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন অনেকেই।

এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও অবরোধ কর্মসূচি চলবে।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কার নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। বহিষ্কারের সঙ্গে জড়িত সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা এবং বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট বাতিলের দাবিও জানান তারা।

(ঢাকাটাইমস/২১জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
জামালপুরে সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ
যেকোনো বৈরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: মহাপরিচালক
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা