বগুড়ায় যুবলীগ নেতা মতিন সরকার গ্রেপ্তার

বগুড়া শহর যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর পুলিশের তালিকাভুক্ত নেতা আব্দুল মতিন সরকারকে ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২১ জুন) রাত ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বসিলার একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া মতিন সরকার ঢাকার বসিলায় ভাড়া বাসায় গোপনে অবস্থান করছিলেন। গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, মতিন সরকারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে দুটি হত্যাকাণ্ডসহ ডজনখানেক হত্যা মামলা, অস্ত্র, মাদক আইনসহ ২০টি মামলা চলমান রয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
(ঢাকা টাইমস/২২জুন/এসএ)

মন্তব্য করুন