কুমিল্লায় নার্সারি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ২১:৩৫
অ- অ+

কুমিল্লা সদর দক্ষিণে একটি নার্সারি থেকে তাজুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) বিকালে উপজেলার গলিয়ারা ইউনিয়নের কালির বাজার রাস্তার মাথায় অবস্থিত একটি নার্সারির ভেতর থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত তাজুল ইসলাম উপজেলার গলিয়ারা ইউনিয়নের ফুলতলী গ্রামের বাসিন্দা এবং মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। একসময় তিনি একজন পেশাদার কুস্তিগীর ছিলেন।

তবে দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। পরিবার জানায়, মাদকাসক্তির কারণে পরিবার থেকে তাকে একপ্রকার ত্যাগ করা হয়। পরবর্তীতে তার আশ্রয়স্থল হয় বড় ভাইয়ের মালিকানাধীন নার্সারি, যেখানে একটি ছোট ঘরে তিনি একা বসবাস করতেন। তার বড় ভাই একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট ছিলেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে নার্সারিটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে খোঁজ নিতে গিয়ে নার্সারির ভেতরে থাকা একটি ঘরে তাজুল ইসলামের অর্ধগলিত লাশ দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, মৃত্যু হয়েছে দু-তিন দিন আগে। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, তাজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এমনকি তারা কাউকে সন্দেহও করছেন না। পরিবারের ভাষ্য অনুযায়ী, তাজুল ইসলামের কোনো ব্যক্তিগত শত্রু ছিল না এবং তিনি অনেকটাই একাকী জীবনযাপন করতেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

(ঢাকা টাইমস/০৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কু-সংস্কারে নয়: গয়েশ্বর  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা