চট্টগ্রামে উন্মুক্ত নালায় প্রাণ গেল শিশুর
‘মা, দোকানে যাচ্ছি’— বলে বেরিয়ে বাড়ি ফিরল মরিয়মের নিথর দেহ

চট্টগ্রাম নগরীর হালিশহরের আনন্দপুর এলাকায় উন্মুক্ত নালায় পড়ে তলিয়ে গিয়ে মরিয়ম নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শিশুটি বাসার পাশের একটি দোকানে যাওয়ার সময় রাস্তার পাশে পানিতে ঢাকা নালায় পড়ে যায়। এলাকাবাসী বলছে— ঘটনাস্থলে নালার স্ল্যাব তোলা ছিল এবং উপরিভাগে পানি জমে থাকায় নালাটি মরিয়মের চোখে পড়েনি। শিশুটি অসাবধানতাবশত পা রাখতেই পানির স্রোতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিকেল ৩টা ৫৪ মিনিটে শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলছে— শিশু মরিয়ম বাড়ি থেকে বের হওয়ার সময় বলে ‘মা, দোকানে যাচ্ছি’। এরপর খবর আসে সে নালায় পড়েছে। পরে ফায়ার সার্ভিস এসে তার নিথর দেহ উদ্ধার করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল পাঠাই। উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।’
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি উন্মুক্ত ও অব্যবস্থাপনার শিকার নগরীর নালা-নর্দমা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
আগেও ঘটেছে একই ধরনের মর্মান্তিক মৃত্যু:
চট্টগ্রামে নালায় পড়ে মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও একাধিক শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তি উন্মুক্ত নালায় পড়ে প্রাণ হারিয়েছেন।
গত ১৮ এপ্রিল কাপাসগোলা এলাকায় সেহরীস নামে ছয় মাস বয়সী এক শিশু নালায় পড়ে তলিয়ে যায়। ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুর মোড়ে সবজি বিক্রেতা সালেহ আহমেদ নিখোঁজ হন; মরদেহ পাওয়া যায়নি। একই বছরের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া খোলা নালায় পড়ে মৃত্যুবরণ করেন।
২০২১ সালের ৭ ডিসেম্বর ষোলশহরে পড়ে নিখোঁজ হয় শিশু কামাল, তিন দিন পর তার মরদেহ উদ্ধার হয়। ২০২৩ সালের ২৭ আগস্ট আগ্রাবাদ রঙ্গীপাড়ায় ১৮ মাস বয়সী ইয়াছিন আরাফাতের মৃত্যু ঘটে একইভাবে।
নগরবাসী বলছেন, বছরের পর বছর ধরে একই ধরণের মৃত্যুর ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা দৃশ্যমান নয়। শিশুদের এমন করুণ মৃত্যুর দায় এড়ানোর সুযোগ নেই বলে মনে করছেন স্থানীয়রা।
নগর পরিকল্পনা ও অবকাঠামো সংস্কারের নামে কোটি কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও নালাগুলো এখনো মৃত্যু ফাঁদ হয়ে আছে—এমন মন্তব্য নগরবাসীর।

মন্তব্য করুন