জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন, সমালোচনার মুখে সেই শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৫, ১৮:২৩| আপডেট : ০৯ জুলাই ২০২৫, ২০:৫৪
অ- অ+

সংবাদ সম্মেলন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ’র বিরুদ্ধে বিরুপ মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন ঢাকা সিটি কলেজের শিক্ষক অধ্যাপক কাজী নেয়ামুল হক। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি ভিসিকে উদ্দেশ্য করে মন্তব্য করলে সামাজিক মাধ্যমে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এর আগে দিনভর সিটি কলেজে এই শিক্ষকের পদত্যাগ দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। এরপর রাতে তিনি সংবাদ সম্মেলন করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ’র বিরুদ্ধে বক্তব্য দেন। তবে তার এই বক্তব্য ভিডিও আকারে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ফেসবুকের বিভিন্ন পেজে প্রকাশিত ভিডিওতে অধিকাংশ মন্তব্যেই দেখা যায়— নেটিজেনরা ওই শিক্ষককে তীব্র ভাষায় আক্রমণ করছেন। তারা বলছেন, জুলাই-আগস্টের আন্দোলনের পর দায়িত্ব নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু করেন অধ্যাপক আমানুল্লাহ, যা শিক্ষার্থীদের উপকারে এসেছে। তাকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত।

ফেসবুক ব্যবহারকারী মোহাম্মদ জিয়াউর রহমান মন্তব্য করেন, ‘আমানুল্লাহ স্যারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

মোহাম্মদ শাজাহান নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘ভিসির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার জানা মতে তিনি একজন সৎ ও কর্মঠ মানুষ।’

সিয়াম আহমেদ মন্তব্য করেন, ‘সাজানো নাটক। সংস্কার কার্যক্রমে বাধা দিতেই এই নাটক সাজানো হয়েছে।’

কায়কোবাদ সরকার লিখেছেন, ‘জুলাই বিপ্লবকে পুঁজি করে ঢাকা সিটি কলেজকে ধ্বংস করা হচ্ছে। এসব মিথ্যা কথা শুনলে নিজের কাছেই লজ্জা লাগে।’

অনেকেই আরও কঠিন ভাষায় ওই শিক্ষককে ‘রাজাকার’ বলেও আক্রমণ করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘নাটক কম করো প্রিয়’—যা এখন সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং মন্তব্যে পরিণত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তার প্রতিক্রয়ায় বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান ও সুনাম রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের নিজস্ব আইনি কাঠামোর আওতায় ভিত্তিহীন সংবাদ সম্মেলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।’

(ঢাকাটাইমস/৯জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির
গোপালগঞ্জে কারফিউ শেষে ফের ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ নিষিদ্ধ
ভিয়েতনামে বজ্রঝড়ে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু
ইরানে ৫.৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল তাজিকিস্তানও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা