ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. মোস্তফা কামাল (৪৫)।
আজ বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় ইকোপার্ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোস্তফা কামাল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ গ্রামের রমজান আলীর ছেলে। তিনি ভালুকার কাচিনা ইউনিয়নের পাঁলগাঁও এলাকার আব্দুল খালেকের মেয়ের জামাতা এবং শ্বশুরবাড়িতে বসবাস করতেন। স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, কাদিগড় ইকোপার্কের এক কোনায় একটি কাঁঠাল গাছে মোস্তফা কামালের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী ভালুকা মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন বলে জানায় পুলিশ।
(ঢাকাটাইমস/৮জুলাই/মোআ)

মন্তব্য করুন