ভোলায় সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধূকে ‘ধর্ষণ’

ভোলা প্রতিনিধি
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ০৯:৪০| আপডেট : ১০ জুলাই ২০২৫, ১১:৪৫
অ- অ+

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূর হাত-পা বেঁধে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্থানীয় কামাল মাঝি নামের এক যুবকের বিরুদ্ধে। এ সময় গৃহবধূ চিৎকার করলে তার সন্তানের গলায় দা ধরে হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীর।

মঙ্গলবার রাতে এ ঘটনার পর বুধবার দুপুরে ভুক্তভোগী ওই নারীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হাসপাতাল থেকে ভুক্তভোগী নারীর জবানবন্দি সংগ্রহ করা হয়েছে বলে জানান ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ।

ওই গৃহবধূ বলেন, তার স্বামী জীবিকার তাগিদে মাছ ধরতে সাগরে ছিলেন। মঙ্গলবার তিনি তার দুই সন্তানকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন।

“মধ্যরাতে সিঁধ কেটে প্রতিবেশী মো. কামাল মাঝি ও তার এক সহযোগী ঘরে ঢোকে। প্রথমে তারা আমার হাত-পা বেঁধে ফেলেন। এ সময় ডাক-চিৎকার করলে বাচ্চাদের গলায় দা ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করেন কামাল।

“ধর্ষণ শেষে ভিডিও করে কামালকে তিনি ডেকে এনেছেন এমন কথা বলতে বাধ্য করেন। এ ছাড়া ধর্ষণের কথা কাউকে বললে ভিডিও ভাইরাল করে দেবেন এবং সন্তানদের হত্যা করা হবে বলে হুমকি দেন কামাল।”

ভুক্তভোগী নারী আরও বলেন, “কামালের সঙ্গে আরও লোক ছিল, তারা বাইরে ছিল। তাদের চিনতে পারিনি। পরে চুলের মুঠি ধরে বাইরে টেনে নিয়ে আমাকে দিয়ে সিঁধ কাটার স্থানে মাটি ভরাট করে কামাল।”

এ বিষয়ে জানতে কামাল মাঝির মোবাইলে ফোন করা হলে তার নম্বর বন্ধ পাওয়া গেছে।

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তায়েবুর রহমান বলেন, ভুক্তভোগী নারী চিকিৎসাধীন আছেন। তার সব পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

ওসি হাসনাইন পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১০জুলাই/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতালে জামায়াত আমিরের পাশে মির্জা ফখরুল
কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়: তারেক রহমান 
দেশে গণতন্ত্রের সংকট দেখা যাচ্ছে: মির্জা ফখরুল
দাওয়াত দেয়নি যাব কিভাবে, দিলেও যে যেতাম তেমন না: সালাউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা