ভোটার হতে আবেদন করেছেন ৪৭৭১৩ প্রবাসী: এনআইডি ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, ১৯:৩৫
অ- অ+

প্রবাসী বাংলাদেশিদের আগামী নির্বাচনে বিদেশের মাটিতে বসে ভোট দেয়ার সুযোগ দেবে নির্বাচন কমিশন। এ লক্ষে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি। আর নিবন্ধন শুরুর পর এখন পর্যন্ত দেশ থেকে ৪৭ হাজার ৭১৩ জন ভোটার হতে আবেদন করেছেন।

সোমবার নির্বাচন ভবনে এনআইডি মহাপরিচালক (ডিজি) এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের তথ্য জানান।

এনআইডি মহাপরিচালক জানান, এরইমধ্যে ৯টি দেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ চলছে। চলতি মাসেই শুরু হবে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ। ছাড়া আগামী দু-মাসের মধ্যে আরও পাঁচ দেশসহ বছর মোট ২৫ দেশে এই কার্যক্রম চালানো হবে।

তিনি জানান, কার্যক্রম চলমান থাকা দেশ থেকে এখন পর্যন্ত ৪৭ হাজার ৭১৩ জন ভোটার হতে আবেদন করেছেন।

এই সংখ্যা প্রত্যাশার চেয়ে কম জানিয়ে এনআইডি মহাপরিচালক সঠিক তথ্য দিয়ে প্রবাসীদের ভোটার হতে আহ্বান জানিয়েছেন।

এস এম হুমায়ুন কবীর বলেন, দূতাবাস ইসি সর্বোচ্চ চেষ্টা করছে আরও দ্রুত প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে।

ভবিষ্যতে প্রবাসীদের আরও কাছে এই সেবা পৌঁছে দিতে নিবন্ধন কেন্দ্র বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিডনি ও ডায়াবেটিস রোগের প্রাকৃতিক প্রতিরোধক ভেষজ করমচা, ওজনও কমায় দ্রুত
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াতের আমির
গোপালগঞ্জে সহিংসতায় চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি, কেন্দ্র বাড়ছে ৪৫ হাজারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা