অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, ২১:০৪
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা চালক ফালু মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার বিকালে উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

মানববন্ধনে হত্যাকাণ্ডের সাথে জড়িত জিয়ারত মৃধা, মামুন মিয়া ও নুরজাহান বেগমের ফাঁসির দাবি করে বক্তৃতা করেন নিহত ফালু মিয়ার স্ত্রী বিউটি বেগম, জামুর্কী ইউনিয়ন কৃষক দলের সভাপতি রাসেল সিকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি হান্নান মিয়া, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান মঞ্জু প্রমুখ।

উল্লেখ, গত ৮ জুলাই মঙ্গলবার রাতে জামুর্কী গুচ্ছগ্রামে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে ফালু মিয়াকে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে একই গ্রামের জিয়ারত মৃধা, তার স্ত্রী নুরজাহান বেগম এবং শ্যালক মামুন মিয়া। এই ঘটনায় ফালু মিয়ার বাবা জলিল মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। এই মামলায় জিয়ারত মৃধা ও তার শ্যালক মামুন মিয়াকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

(ঢাকা টাইমস/১৪জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা