সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই ১৪ জুলাই স্মরণে মাঝরাতে মিছিল নিয়ে হল ছেড়ে রাজপথে নেমে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা। তারা স্লেঅগান দিতে থাকেন ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’ কে বলেছে কে বলেছে- স্বৈরাচার স্বৈরাচার।’
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে রোকেয়া হলের প্রধান ফটকের তালা ভেঙে বাইরে আসেন শত শত শিক্ষার্থী। তাদের সঙ্গে অন্য হলের ছাত্রীরাও যোগ দেন। স্লোগানে স্লোগানে মুখর ওঠে এলাকাটি।
গত বছরের বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল ১৪ জুলাই দিবাগত রাত এবং সেই রাতের স্লোগান।
সেদিন বিকালে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ‘রাজাকারের সন্তান ও নাতিপুতি’ বলে মন্তব্য করেন। তিনি বলেন ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন? তার মানে মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা মেধাবী না! যত রাজাকারের বাচ্চারা, নাতি-পুতিরা হলো মেধাবী!’ তার এই বিদ্রূপাত্মক মন্তব্য ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়।
এই মন্তব্যের প্রতিবাদে মাঝরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নারী হলের শিক্ষার্থীরা গেট ভেঙে মিছিল নিয়ে বের হয়ে আসেন। সবার মুখে স্লোগান ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’ কে বলেছে কে বলেছে- স্বৈরাচার স্বৈরাচার।’ ‘চাইতে এলাম অধিকার- হয়ে গেলাম রাজাকার।’
এক বছর পর, ওই স্মৃতিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আবার মোঝরাতে রাজপথে নেমে আসেন। রোকেয়া হল থেকে মিছিল শুরু করে ছাত্রীরা রাজু ভাস্কর্যের সামনে গিয়ে জড়ো হন।
শিক্ষার্থীদের জন্য রাজু ভাস্কর্যের সামনে আয়োজন করা হয়েছে কনসার্ট। সারা রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলোর গেট খোলা থাকার কথা।
(ঢাকাটাইমস/১৫জুলাই/ মোআ)

মন্তব্য করুন