‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫, ২২:৩৪
অ- অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, ছাত্র জনতার জুলাই বিপ্লবে ঢাকার চাংকারপুলে শাহাদাত বরণকারী চট্টগ্রামের লোহাগাড়ার গর্বিত সন্তান শহীদ ইশমাম আমাদের অহংকার, আমাদের প্রতিরোধের প্রতীক। শহীদ ইশমামসহ জুলাই বিপ্লবে সকল শহীদদের পাশে বাংলাদেশ জামায়াত ইসলামী আজীবন পাশে থাকবে। এই শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। জুলাই বিপ্লবের বীর শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে দ্রুত বাস্তবায়নের জন্য তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার লোহাগাড়া আমিরাবাদের দর্জিপাড়া এলাকার সন্তান জুলাই বিপ্লবে শহীদ ইশমাম ও চট্টগ্রামে ইসকনের হাতে হত্যাকান্ডের শিকার পুটিবিলার ফারাঙ্গা এলাকার সন্তান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রুত জুলাই আন্দোলনে গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপ্রত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেলিং ফিল্ড নিশ্চিত করতে হবে। এসব দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত জামায়াত নেতৃবৃন্দসহ শহীদ ইশমাম ও শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের কবর জিয়ারত করেন।

(ঢাকা টাইমস/১৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাইগারদের বোলিংয়ে ১১০ রানে অলআউট পাকিস্তান
দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত: সালাহউদ্দিন
বিআরটিএর অভিযান, বিআরটিসি বাসকে জরিমানা
ঢাকার নিম্ন আয়ের বসতি এলাকায় আনসার বাহিনীর টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা