তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৫, ০০:২৪| আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০০:২৫
অ- অ+

পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম, শামীন মাহফুজ (৪৮)।তিনি গাইবান্ধার কলেজপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ার্নেস উইং) এসপি মাহফুজুল আলম রাসেল বলেন, 'জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সাভার মডেল থানায় এটিইউর দায়ের করা একটি মামলায় র‌্যাব গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে শামীনকে গ্রেপ্তার করে এবং সেদিনই তাকে এটিইউতে হস্তান্তর করে।'

পরে শামীনকে ঢাকার এক আদালতে হাজির করলে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এটিইউর এসপি মাহফুজুল আলম রাসেল বলেন, 'বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন।'

এর আগে টিটিপির সঙ্গে জড়িতের অভিযোগে গত ২ জুলাই সাভার থেকে ফয়সাল নামে এক যুবককে গ্রেপ্তার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। ইউনিটটি জানিয়েছে, ফয়সাল দীর্ঘদিন ধরে টিটিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের পক্ষে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা