জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বেরোবেন না: গোপালগঞ্জবাসীকে আসিফ মাহমুদ

জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে গোপালগঞ্জের সাধারণ জনগণকে ঘর থেকে বের না হতে পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে। পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বুধবার (১৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা জানান ক্রীড়া উপদেষ্টা।
এনসিপির সমাবেশে ও পদযাত্রায় আওয়ামী লীগ, ছাত্রলীগের হামলায় ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে আজ বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে কাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার।
উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না।’
তিরি আরও লেখেন, ‘সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের * ভেঙে দেওয়া হবে। পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা।’
এর আগে এদিন বিকাল পৌনে তিনটার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ।
এ সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়। এরপর এনসিপির নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে তাদের উদ্ধার করে।
(ঢাকাটাইমস/১৬জুলাই/মোআ)

মন্তব্য করুন