গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল করিম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সহিংসতা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘জনমনে কোনো আতঙ্ক দেখছি না। জনগণের মনে শান্তি আনয়নের জন্য আমাদের যা যা করণীয় ঢাকা রেঞ্জ এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তা করা হচ্ছে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই। তারা যেখানেই যাক বিন্দুমাত্র ছাড় পাবে না। এসময় ঢাকা রেঞ্জ ডিআইজি জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির পদযাত্রা কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা এবং সহিংসতার পর বুধবার রাত ৮টা থেকে চলছে কারফিউ। থমথমে পরিস্থিতি প্রায় পুরো জেলায়। শহরে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ বেশির ভাগ দোকানপাট।
অপরদিকে জেলা কারাগারে হামলার পর নিরাপত্তায় রয়েছেন সেনা ও বিজিবির সদস্যরা। সঙ্গে সারা শহর টহল দিচ্ছেন কোস্ট গার্ড, নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এলএম)

মন্তব্য করুন