কক্সবাজারের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৫, ১৭:২৫
অ- অ+

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ জন আটক। আটককৃত ব্যক্তির নাম, ছানা উল্লাহ।

বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এবং পুলিশের সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন মোহাম্মদ শাহ ঘোনা সংলগ্ন ফকির জোম এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে টি দেশীয় আগ্নেয়াস্ত্র, টি দেশীয় অস্ত্র রাউন্ড তাজা গোলাসহ ছানা উল্লাহকে (৫৩) আটক করা হয়।

জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ বছর কোমায় থাকার পর না-ফেরার দেশে সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র
গাজায় ইসরায়েলি হামলায় ১১৬ ফিলিস্তিনি নিহত, অপুষ্টিতে ভুগছে ১৭ হাজার শিশু
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা