তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৫, ১৮:২৬
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা। তিনি বলেন, তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলায় তার বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনার আমলে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আবারও নির্বাচন নিয়ে কথা বলায়। জামায়াত-শিবির চক্র অপপ্রচার ও প্রপাগান্ডা চালাচ্ছে।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য আমজাদ হোসেন ও হাসান আহমেদ, সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ আকরাম জেলা যুবদল নেতা আমজাদ হোসেন, হাসান আহমেদ প্রমুখ।

(ঢাকা টাইমস/১৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির
‘আগামী দিনের বাংলাদেশ হবে কালেমার বাংলাদেশ’
দেশে গডফাদারতন্ত্র শেষ করেছি, আর কোনো গডফাদার হতে দেব না: নাহিদ
সাজিদ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের প্রহসনের প্রতিবাদে উত্তাল ইবি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা