জামায়াতের সমাবেশে নেতাকর্মী পরিবহনে তিন জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৫, ১৬:১৬| আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৬:৩৩
অ- অ+

শনিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রাজশাহী, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ রুটে এই বিশেষ ট্রেনগুলো চলাচল করবে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের সংশ্লিষ্ট দপ্তরের তিনজন কর্মকর্তার স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে এসব ট্রেন পরিচালনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিগুলোর মধ্যে রয়েছেন সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল, ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার এবং উপ-পরিচালক মো. খায়রুল কবির।

প্রাপ্ত তথ্যে জানা যায়, জামায়াতের রাজশাহী মহানগর শাখার আবেদনের প্রেক্ষিতে ১৮ জুলাই রাত ১টায় রাজশাহী থেকে বিশেষ ট্রেনটি ছেড়ে সকাল ৬টার মধ্যে ঢাকায় পৌঁছাবে। ফিরতি যাত্রায় ১৯ জুলাই রাত ৮টায় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে রাত ১টা ১৫ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান এবং সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে। এ ট্রেনটি মূলত মধুমতি এক্সপ্রেসের রেক (৭৫৫/৭৫৬ নম্বর) ব্যবহার করে চালানো হবে, যেটির সাপ্তাহিক বন্ধের দিন শনিবার।

একইভাবে সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনের রেক ব্যবহার করে দ্বিতীয় বিশেষ ট্রেনটি পরিচালিত হবে। ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জবাজার থেকে ছেড়ে সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে এবং রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ভোর সাড়ে ৩টায় সিরাজগঞ্জে ফিরে আসবে।

এছাড়া তৃতীয় জোড়া ট্রেনটি ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে চালানো হবে। রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক টিকেটিং) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে এই রুটে স্পেশাল ট্রেন চালুর প্রস্তাব অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, জামায়াতের পক্ষ থেকে যথাযথ নিয়ম মেনে অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ এবং অন্যান্য পাওনা পরিশোধ করে এসব ট্রেন চালনার জন্য আবেদন জানানো হয়, যা অনুমোদন পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে।

এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় জাতীয় সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দলটির পক্ষ থেকে সমাবেশে লাখো মানুষের অংশগ্রহণের আশা প্রকাশ করা হয়েছে। বিশেষ ট্রেনের ব্যবস্থাকে সেই প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘন হয়নি: প্রেস সচিব
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে: সেনাপ্রধান
রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১, আহত ৪০
চরফ্যাশনে লুকিয়ে ছিল মোহাম্মদপুরের খুনি, র‍্যাবের সফল অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা